মাঘের শীত উপেক্ষা করে বরো ধান আবাদের জমি তৈরীতে ব্যস্ত সময় পারছে কৃষকের। সূর্য পাটে গেলেও কাজ ফুরাচ্ছে না। কৃষকের মতই সমাগত আঁধার উপেক্ষা করে ধবল বকের দল চাষ দেওয়া জমিতে খাবারে সন্ধ্যানে ব্যস্ত। কুষ্টিয়ার খোকসার মানিকাট গ্রামের মাঠ থেকে রবিবার সন্ধ্যায় ছবিটি তোলা।