ব্যস্ত মৃৎ শিল্পীরা

0
253

শীত এলেই ব্যস্ততা বেড়ে যায় মৃৎ শিল্পীদের। পদ্মা নদী তীরের কয়েক হাজার কৃষকের চাহিদামত আখের গুড় রাখার মাটির পাত্র কুলা সরবরাহ করতে হবে। মৃৎ শিল্পের সাথে জড়িত কুমার পাড়ার প্রতিটি বাড়িতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরী কুলা। আবার পোড়ানোর জন্য ভাটায় সাজানে হচ্ছে সে গুলো। নাওয়া খাওয়া ভুলে দিনরাত তারা এই কজে ব্যস্ত। শনিবার দুপুরে খোকসার সেনগ্রাম কুমার পাড়া থেকে ছবিগুলো তোলা হয়েছে।