ভার্চুয়াল সিদ্ধাত রবিবার সৌদিতে ঈদ

0
183
Ramadan-Eid-DRO-23-P 2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সৌদি আরবে ১৪৪১ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির সুপ্রিম কোর্ট ঈদ উৎযাপনের এ ঘোষনা দিয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে না পেয়ে দেশটির আইনমন্ত্রীর শরণাপন্ন হন। অবশেষে আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর রোববার ঈদ উদযাপনের এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।