ভিডিও মিটিংয়ের নিরাপত্তা ফিচার এলো গুগল মিটে

0
122
গুগল মিট

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজেদের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘মিট’-এর জন্য আরও উন্নত নিরাপত্তা ফিচার নিয়ে এসেছে গুগল। আমন্ত্রণ ছাড়া ভিডিও মিটিংয়ে প্রবেশ ঠেকাতেই আনা হয়েছে নতুন এ ফিচারটি।
মঙ্গলবার এ ব্যাপারে জানিয়েছে গুগল। নতুন ফিচারে হোস্টকে নক এর ব্যাপারে আরও বেশি নিয়ন্ত্রণ দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে গুগল অ্যাকাউন্টে লগড ইন অবস্থায় নেই এমন ব্যক্তির মিটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা ঠেকানো যাবে। খবর রয়টার্সের।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি কয়েকবার মিটিংয়ে প্রবেশের জন্য অনুরোধ করেন, এবং তার অনুরোধ যদি হোস্ট না নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ব্লক করে দিয়ে আর অনুরোধ পাঠাতে দেবে না মিট।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

করোনা ভাইরাস মহামারীর এ সময়টিতে ভিডিও কনফারেন্সিং সেবার ব্যবহার বাড়ছে, পাশাপাশি বাড়ছে নিরাপত্তা সমস্যাও ।