ভেড়ামারায় ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

0
42
ভুয়া ডাক্তার মেহেদী হাসান রাসেল (লাল বিত্তে)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার নিউরো মেডিসিন চিকিৎসকের পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া পরিচয় দাতাকে জেল ও জরিমানা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় সিভিল সার্জন আকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কারাদন্ডাদেশ প্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম মেহেদী হাসান রাসেল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভেড়ামারা পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে দীর্ঘদিন ধরে প্যারামেডিকেল চিকিৎসক মেহেদী হাসান রাসেল নিজেকে নিউরো মেডিসিন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

মেহেদী হাসান রাসেল নিজেকে পরিচয় দিতেন তিনি এমবিবিএস (রাজ) সিসিডি বারডেম, ডিপিএম (সিঙ্গাপুর) পিএইচডি ডেনমার্ক (নিউরো ও মেডিসিন)।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিন
অভিযান চালিয়ে ওই ভুয়া এমবিবিএস চিকিৎসককে হাতে নাতে আটক করেন। এ সময় মেহেদী হাসান রাসেল স্বীকার করেন তিনি প্যারামেডিকেল চিকিৎসক। এমবিবিএস এর কোনো সনদ নেই। পরে তাকে তিন মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদান করা হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন করেছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসান রাসেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যাবহার করে চিকিৎসা দিচ্ছিলেন। সিভিল সার্জনের দপ্তরে অভিযোগ গেলে যৌথ অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি আর দোষ স্বীকার করায় তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।