ভয়হীন বিপাশা বসু

0
273
বলিউড অভিনেত্রী বিপাশা বসু

দ্রোহ বিনোদন ডেস্ক

সম্প্রতি বলিউডের কাস্টিং কাউচ তথা যৌন হেনস্তার অভিজ্ঞতা জানিয়েছেন বিপাশা বসু। তার দাবি, বলিউডের শীর্ষস্থানীয় একজন প্রযোজক তাকে পরোক্ষভাবে কুপ্রস্তাব দিয়েছিলেন।

সেই ঘটনা মনে করে তিনি বলেন, প্রথমবার সাক্ষাতের পরই ওই প্রযোজক মোবাইল ফোনের মেসেজে লিখেছিলেন, ‘তোমার হাসি মিস করছি।’ তখন উদ্ভট লাগলেও বিষয়টিকে পাত্তা দেননি তিনি। কিছুদিন পর বিপাশার কাছে একই মেসেজ আসে ওই প্রযোজকের কাছ থেকে। এরপর নিজের ম্যানেজারকে বিষয়টি জানান তিনি।

যদিও প্রযোজককে শিক্ষা দেয়ার মতো উপযুক্ত উত্তর লিখে পাঠাতে পিছপা হননি বিপাশা। অবশ্য তার পাঠানো মেসেজটি এমনভাবে সাজানো ছিল যে, সেটা পড়ে মনে হবে বন্ধুকে পাঠাতে গিয়ে প্রযোজককে পাঠিয়ে দিয়েছেন। বিপাশার কথায়, ‘এরপর আর প্রযোজক আমাকে কোনো মেসেজ পাঠাননি। চুক্তিবদ্ধ হওয়ার জন্য নেওয়া টাকা প্রযোজককে ফিরিয়ে দিয়েছি। এরপর আর তার কোনো সিনেমায় কাজ করিনি।

কিছুদিন পর একটি অনুষ্ঠানে ওই প্রযোজককে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন বিপাশা। কিন্তু তাকে দেখেই কেটে পড়েন প্রযোজক। এ দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছেন তিনি। তার কথায়, ‘তখন বয়স কম ছিল। আর আমি একা থাকতাম। তবে সব সময় অকুতোভয় ছিলাম। কোনো ধরনের হেনস্তাকে সহ্য করিনি। এ কারণে অনেকে ভয় পেত আমাকে।

সম্প্রতি এমএক্স প্লেয়ারের ‘ডেঞ্জারাস’ নামের ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন বিপাশা বসু। এতে তার স্বামী করন সিং গ্রোভারও অভিনয় করেছেন।