মহেশপুরে সাংবাদিকরা মানববন্ধন করেছে

0
124
Jhenidah-human-chain-Photo-DROHO14-P3
মহেশপুরে সাংবাদিকরা মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ মানববন্ধন করেছে সতির্থ সাংবাদিকরা।

শনিবার উপজেলার ফতেপুর মাদ্রার সামনে এ মানববন্ধনের আয়োজন করে মহেশপুরের গণমাধ্যমকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফতেপুর গ্রামের মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আব্দুর রহমানকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। বক্তারা সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।