মাগুরায় ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে চালক নিহত

0
178
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান (৪০) নামের ওই চালক নাকোল গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

জানা গেছে, বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে ফিরে গাড়ি চার্জে বসিয়ে ঘুমিনেড পড়েন ইমরান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে অটো থেকে চার্জার খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় এবং গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল বলেন, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ না থাকায় আমরা লাশ দাফন করার অনুমতি দিয়েছি।