মাগুরায় এবার ৫৭৭ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

0
214
Magura-Dro-2
মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মাগুরা প্রতিনিধি

করোনাকালীন এ সময়ে মাগুরায় এবার ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তবে এ বছর তেমন জাঁকজমক থাকছে না শহর জুড়ে।

জানা গেছে, মাগুরায় মন্ডপে মন্ডপে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, চরপাড়া, বৈদ্যবাড়ী, পারনান্দুয়ালী মিস্থী পাড়া প্রভৃতি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণ এর কাজ চলছে।

এ বছর ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি, শ্রীপুর উপজেলায় ১৩৩টি, শালিখা উপজেলায় ১১৯টি, মহম্মদপুর উপজেলায় ১২১, পৌর এলাকায় ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। থাকবে না আলোক সজ্জা, মেলা। প্রতিমা শিল্পীদের এবছর তেমন কাজও নেই।

শহরের থানা পাড়া পূজা মন্ডপের প্রতিমা শিল্পী আনন্দ বিশ্বাস জানান, যে প্রতিমা তৈরি করা হচ্ছে তার মূল্য নেই। কম দামে তাদের প্রতিমা তৈরি করা হচ্ছে। গতবছর ৭টি প্রতিমা তৈরি করেছিলাম এবছর একটি প্রতিমা তৈরি করছি।

এদিকে পূজার বাজার জমেনি। করোনা ভাইরাস যেন এবারের পূজার আনন্দে বাঘ্যাত ঘটিয়েছে। তারপরও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বলে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে পূজা হবে।