মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0
164
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় এক গৃহবধূকে স্বামীর উপস্থিতিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

৩০ আগস্ট রাতে উপজেলার রায়জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী টুকু মিয়ার উপস্থিতিতে রায়জাদাপুর গ্রামের লাল মোহনের ছেলে আঃ সত্তার, জুনারী গ্রামের মিজু এবং অজ্ঞাত আরও দুজন তাকে ধর্ষণ করে। সবশেষ লম্পটরা তাকে হত্যার চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ পালিয়ে শাশুড়ির ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। পরে শাশুড়ির সহযোগিতায় বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেনের বাড়িতে চলে আসেন। সেখান থেকে বাবার বাড়ির লোকজনের সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হন। পরে থানায় অভিযোগ দেন তিনি।

হাজরাহাটি তদন্ত কেন্দ্রের এসআই বিশ্বজিৎ জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।