মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১২

0
152
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শালিখা উপজেলার শতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইউপি সদস্য আকরাম ও সেকেন্দারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার ও সোমবার তাদের দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিকান্দার পক্ষের নয়জন এবং আকরামের পক্ষের তিনজন আহত হন।

আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।