মানবিক পুলিশ 

0
193

নিজস্ব পরিবহন সংকট। তাই ভাড়াই চালিত গন পরিবহন ব্যবহার করে পুলিশ সদস্যরা। লক্কর ঝক্কর গাড়িতে বসে হাকিয়ে বেড়ায় এ গলি-সে গলি। প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির শিকার হয় গাড়িতে ছোয়াড় পুলিশ সদস্যরা।

মঙ্গলবার দিন গত রাতে বাজার ডিউটিতে থাকা খোকসা থানা পুলিশের দলটির বহণকারী অটো রিকসা বিকল হয়ে যায়। চালক গাড়িটি গন্তব্যে নেওয়ার জন্য ঠেলতে শুরু করে। এ সময় ডিউটি দলের দায়িত্বে থাকা পুলিশের এক এএসআই ও অপর এক সদস্য গাড়ির চালকের প্রতি সহানুভুতিশীল হয়ে চালকের সাথে গাড়ি ঠেলতে আরম্ভ করেন। পুলিশের এই মানবিক আচরণের ঘটনাটি ক্যামেরাবন্দী করেন দ্রোহের ক্যামেরা পার্সন।