কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের সামনে মেয়রের কার্যালয়ের ঠিকাদারের কাছ থেকে দরপত্র ছিনতাই এবং মেয়রের কার্যালয়ে চুরির ঘটনায় দায়েরকৃত মামলা দুটি প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাওসহ সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ।
একই সময়ে পৌরসভার মেয়রের কার্যালয়ে চুরি ও দরপত্র ছিনতায়ের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলা দুটির আসামীদের গ্রেফতারের দাবিতে পাল্টা কর্মসূচি পালন করেছে পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা।
বৃহষ্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহর আওয়ামী লীগের নেতৃত্বে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিতাব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু।
কর্মসূচী চলাকালে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএসরোড প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ থাকে। এতে করে শহরের প্রধান সড়কে যানজটসহ জনগনের ভোগান্তির সৃষ্টি হয়।
অপর দিকে মেয়রের কার্যালয়ে চুরির সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি যাওয়া প্রযুক্তি ডিভাইসসহ মালামাল উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে লাগাতার কর্মসূচী পালন করে আসছেন পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে চলমান আন্দোলনে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর আলটিমেটাম দেন পৌর পরিষদ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস পরিহিত ছাত্র-ছাত্রীদেরকেও এই কর্মসূচীতে অংশ নিতে দেখা গেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খাঁন জানান, কর্মসূচীর বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না, তিনি যান নি, শোনেনি, তারা শান্তিপূর্ন কর্মসূচী পালন করেছে এমন কথাও আমি বলছি না। আসছিলো তারা মানব বন্ধনসহ কর্মসূচী পালন করেছে।
উল্লেখ্য, ২৩ ফেব্রæয়ারী দুপুর পৌনে একটার দিকে কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ সময় ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তাৎক্ষণিকভাবে টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানান। একই সাথে গত ২৬ ফেব্রæয়ারী কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, পৌরসভার আরেক কাউন্সিলর আনিস কোরাইশীর ছেলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষ, জুয়েলসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ঠিকাদার ইব্রাহীম হোসেন।
এদিকে আলোচিত এই টেন্ডার ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৫ ফেবরুয়ারি রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিস কক্ষের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরের দল কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, সিসি ক্যামেরা, যে কম্পিউটারে সিসি টিভি ফুটেজ সংরক্ষিত থাকে তার হার্ডডিস্কসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।