মারা যাচ্ছে পরিযায়ী পাখিরা

0
43

বিলে তলদেশের অধিকাংশ জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ফলে পরিযায়ী পাখিদের খাদ্য সংকট দেখা দিয়েছে। খাবারের খোঁজে ধানের জমিতে নামছে পাখিরা। আর এখানেই ঘটছে বিপত্তি। কীটনাষক ছিটানো জমির খাবার খেয়ে অনেক পাখির মারাও যাচ্ছে। কুমারখালীর সীমান্তবর্তী করাতকান্দি’র বিল থেকে পরিযায়ী পাখিদের ছবি গুলো বুধবার তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

আরও পড়ুন – কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন