মাহমুদুর রহমানের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
46

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আদালত পাড়ায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও এ্যাডঃ শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, প্রেসক্লাবের ট্রেজারার এম. লিটন-উজ-জামান, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, মানজমিন পত্রিকার প্রতিনিধি এ.জে. সুজন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী দিনে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন – কুমারখালীতে বিষ দিয়ে পেঁপে গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তৎকালীন শেখ হাসিনা সরকারের ছাত্র ও যুব সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের দ্বারা তিনি হামলার শিকার হন। এ ঘটনার প্রায় ৬ বছর পরে চলতি বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুব উল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের একমাসের ও বেশি সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশ করেন।