মিরপুরে মেছো বাঘ আটক

0
109
মিরপুরে আটক মেছো বাঘ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে আটক মেছো বাঘটি উপজেলা প্রশাসন উদ্ধার করেছে।

বুধবার সন্ধ্যায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া মালিথা মৎস্য খামার থেকে এ বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়।

খামারের ঘুরতে গিয়ে মুন্নাত নামের এক ব্যক্তি মেছো বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসী বাঘটিকে আটক করে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাঁচায় আটকে রাখে। পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে জীবিত মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।