মিরপুরের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

0
111

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকালে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষিপুর প্রি-ক্যাডেট স্কুলের কাছে প্রতিপক্ষের হামলায় নিহত হয় সবজী ব্যবসায়ী সিদ্দিক আলী মন্ডল (৪৫) । সে একই এলাকার মৃত ফেরত আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বাড়ীর জমি জমা সংক্রান্ত বিরোধে সিদ্দিক আলী মন্ডলের সাথে প্রতিবেশি মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের সাথে বাকবিতন্ডা হয়। এসময় দেশিয় ধারালো অস্ত্র (রামদা) এর কোপে সিদ্দিক আলী গুরুত্বর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।