মুক্তি

0
229
রিক্সা ভ্যানে করে পাখি নিয়ে যাচ্ছে এক শিকারী।

রিক্সা ভ্যানে করে পাখি নিয়ে যাচ্ছে এক শিকারী। তাকে খোকসা বাস স্ট্যান্ড এলাকায় আটকানোর পরেও সে পাখি ছাড়তে না রাজ। এক পর্যায়ে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জান তালুকদার কে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। তিনি ব্যবস্থা নেবেন শুনে অবশেষে পাখি গুলোকে মুক্তি দিতে রাজি হয় ওই শিকারী। পরে উৎসুক জনতা বাস স্ট্যান্ডের পাশের জলাশয়ে পাখি গুলোকে মুক্ত করে দেয়। ছবি-দ্রোহ।

শিকারীর দেওয়া বাঁধনে রক্তাক্ত হয়ে গেছে একটি ডাহুকের পা।
শিকারীসহ উৎসুক জনতা আটক পাখি গুলোকে মুক্ত করে দেন।