মৃত্যুদণ্ডই এদের জন্য যথেষ্ট নয় – চঞ্চল চৌধুরী

0
158
droho-cancal-p7-10
চঞ্চল চৌধুরী

দ্রোহ বিনোদন ডেস্ক

সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের পর নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরালের বিষয়ে নিজের ফেসবুকে তীব্র সমালোচনা করেন অভিনেতা চঞ্চল চৌধূরী।

নিজের ফেসবুকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন অনেকেই। তিনিও দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানান।

অনেকের মতো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন। তার মতে, ধর্ষকের যৌনাঙ্গ কেটে ফেলাই হবে এর সর্বোচ্চ শাস্তি। নিজের ফেসবুক পেজে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিষয়ে এমনটাই দাবি করলেন চঞ্চল চৌধূরী।

তিনি লিখেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদ- এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে তাহলেই এই বর্বরতা থেমে যাবে। এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’