যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শকের মৃত্যু

0
129
Jessore-Dro-14-p-2-compressed

যশোর প্রতিনিধি

যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শক শুক্রবার রাত ১টার সময় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত রফিকুল ইসলাম ১৯৯৩ সালের ২৬ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। । তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়। তিনি স্ত্রীসহ দুই কন্যাসন্তান রেখে যান

যশোরের পুলিশ সুপার বলেন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তির জেরে পাঁচ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পুলিশ সুপার তার ফেসবুক পেজে রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

নবজাতকের বিচ্ছিন্ন মাথা মিলল পটল ক্ষেতে