যশোরে ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ী আটক

0
141
আটককৃতদের সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

শুক্রবার রাত ৮টার দিকে যশোর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াসিন সরকারের ছেলে শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আবদুস সালামের ছেলে মাসুদ রানা (২৮) ও গাজীপুর গ্রামের আবদুল বারীর ছেলে জাকির হোসেন (৩৬)।

৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেনাপোল সীমান্ত থেকে যশোর হয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক করা আসামীরা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারির সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করেছেন।