যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

0
174
JOSER-droho-13-11-2020-p-10

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরকাঘাতে বড়ভাই খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। শহরের ঘোপ নওপাড়া রোডের বাবলাতলায়। নিহতের নাম মিরাজ হোসেন (২৪)।

স্থানীয়রা জানায়, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে মিরাজ হোসেন তার বোন ও ছোটভাইয়ের স্ত্রীকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইরান তার বড়ভাই মিরাজের ওপরে পাল্টা হামলা চালায়। এ সময় ছুরির আঘাতে জখম হন মিরাজ। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালী থানার ডিউটি অফিসার নুরজাহান খাতুন বলেন, ঘটনা তদন্তে ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে গেছেন।