যশোরের রেড জোনে থাকবে কঠোর লকডাউন

0
127
red-dro-24-p-1-compressed
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের রেড জোনভিত্তিক এলাকাগুলোতে কঠোরভাবে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর জেলা সার্কিট হাউজে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জানা গেছে, যশোরে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জনসচেতনতার অভাবে রেডজোন চিহ্নিত এলাকাগুলোকে যথাযথভাবে পালন করা হচ্ছে না লকডাউন। অন্য সময়ের মতো স্বাভাবিক জীবন যাপন করছে এলাকাবাসী।

মঙ্গলবার কঠোর লকডাউন কার্যকরের জন্য যেসকল নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি,

সে সব এলাকায় কঠোর লকডাউন কার্যকর করা হবে যে সকল এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির অবস্থান করবে, দরিদ্রদের সহায়তা করা, জনসচেতনতা বৃদ্ধি করা। করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত বেড ও কেবিনের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মনিটরিং টিমটি রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে বসে দায়িত্ব পালন করবেন। টিমে একজন ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক, একজন পৌরসভার কর্মকর্তাসহ গণমাধ্যম প্রতিনিধিও রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি কাজ করবে। কয়টা বাড়ি লকডাউন করা হবে, কিভাবে তা চলবে, সেই সিদ্ধান্ত ওই টিমের পক্ষ থেকে নেওয়া হবে। লকডাউন কার্যকর হওয়া এলাকায় বসবাসরত দরিদ্রদের পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। জেলার অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সব কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন, করোনা প্রতিরোধ সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে.কর্নেল নিয়ামুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

আরও পড়ুন

আরও ৪ জেলা রেড জোনের আওতায়