দ্রোহ অনলাইন ডেস্ক
রবিবার পূর্ণবলয় সূর্যগ্রহন। বাংলাদেশের আকাশ মেঘশুণ্য থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এটি হবে বছরের প্রথম সূর্যগ্রহন।
বলয়গ্রাস সূর্যগ্রহন সম্পর্কে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার বলেন, বছরের প্রথম সূর্যগ্রহন শুরু হবে কঙ্গোতে। ভারতের আকাশে সর্ব্বোচ সময় দৃশ্যমান হলেও ফিলিপিনের আকাশে শেষ হবে মহামারী বছরের সূর্যগ্রহণ।
কঙ্গোর ইম্পফোল্ডো শহরে ২১ জুন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে গ্রহন শুরু হবে। কঙ্গোর বোমা শহরে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে । ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে সর্বোচ্চ গ্রহণ বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। ফিলিপিনের সামার শহরে ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে । আর ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে ফিলিপিনের মিন্দানাও শহরে ।
আরও পড়ুন