দ্রোহ বিনোদন ডেস্ক
রবি চৌধুরী মূলত গানের শিল্পী। গান দিয়েই জনপ্রিয় হয়েছেন তিনি। এবার এ শিল্পীর কণ্ঠে শোনা যাবে কবিতা। ‘সাময়িক দূরত্বের পক্তিমালা’ নামে একটি কবিতা আবৃত্তি করে রেকর্ডিং করেছেন তিনি। এটি লিখেছেন অধরা জাহান।
আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের
লেখক জানিয়েছেন, ভালোবাসার পূর্ণতা আর সুখ শুধু পাওয়াতেই নয়, না পাওয়াতেও প্রেম কতটা উর্বর আর গভীরতার হয়, তাই ফুটে উঠেছে এ কবিতায়। প্রথমবারের মতো কবিতা আবৃত্তি প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আমার জনপ্রিয় একটি গান ছিল কালনাগিনী। সেই গানটির মধ্যে কিছুটা গল্পে গল্পে কথা বলেছিলাম। তবে সেটাকে আবৃত্তি বলে না।
আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
জীবনে কখনই আসলে আবৃত্তি করিনি; কিন্তু অধরার অনুরোধেই প্রথম তারই লেখা কবিতা আবৃত্তি করা। কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। কেমন আবৃত্তি করেছি সেটি আমার ভক্ত-শ্রোতা কিংবা কবিতাপ্রেমীরা ভালো বলতে পারবেন।’ কবিতাটি লেখকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।