রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নতুন করে আরো ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৬২৯ জন।
মঙ্গলবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃনুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, ৪ জুলাই ১৪০ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট হাতে এসেছে । তাদের মধ্যে ৪১ জনের করোনা পজেটিভ।
আরও পড়ুন–দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর
এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৬ জন , পাংশা উপজেলার ১৩ জন, কালুখালী উপজেলার ৭ জন , বালিয়াকান্দি উপজেলার ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
উলেখ্য, এ অবধি রাজবাড়ীতে ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ২১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদের মধ্যে ৪৭ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।