রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নতুন করে একদিনে আরও ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন অবধি জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮১৯ জন।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বলেন, ১০ আগষ্ট ১৫৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ।
আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ
এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৫ জন , পাংশা উপজেলার ১৯ জন, কালুখালী উপজেলার ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
উলেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ১৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৯৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। অন্যদের মধ্যে ২৬ জন হাসপাতালের আইসোলেশনে ও ৭৩৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে