রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

0
198
Rajbri-DROHO-26-P2

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ৭দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে অংশ নিচ্ছে ৪০জন প্রশিক্ষনার্থী।

প্রশিক্ষন ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।

Rajbri-DROHO-26-P3

জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস আক্তার বন্যা , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ইভ টিজিং আর নারী নির্যাতন, র‌্যাগিংয়ের হার বেড়েছে। ফলে আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিতে হবে ছেলে মেয়েদের। আত্মরক্ষার পাশাপাশি শারীরিকভাবেও একজন লোক সুস্থ্য থাকতে পারে কারাত প্রশিক্ষণ নিলে।