রাজবাড়ীতে খুনের মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

0
50

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালীতে সুশীল কুমার সরকার (৫৭) নামে এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর উপজেলার কাটাখালী এলাকার একটি চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সুশীল গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

জানা গেছে, সুশীল চরমপন্থি নেতা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন। সন্ধ্যার দিকে কাটাখালী মোড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে আরও ছয়জনের মৃত্যু, শনাক্ত হাজার ছুঁইছুঁই

নিহত সুশীলের ভাই সুনীল কুমার সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নিহত সুশীল কুমারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি অস্ত্র ও দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। হত্যাকান্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।