রাজবাড়ীতে দেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

0
115
Bangla Wine-14-08-2020
আটককৃত মাদক ব্যবসায়ীরা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমান দেশীয় মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

শুক্রবার সকালের দিকে গোয়ালন্দঘাট থানা এলাকার ৪৪ নং মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন , গোয়ালন্দঘাট থানা এলাকার উজানচর নতুন পাড়া গ্রামের সানাল শেখর ছেলে রাজু শেখ(২৮) ,একই গ্রামের কালাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল (২৬), ভোলাই মাতুব্বর পাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে সুজাত মোল্লা (২৫) ও কাজী পাড়া এলাকার রশিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) ।

উদ্ধারকৃত দেশীয় মদ

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রি করে আসছে।

শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ৪৪ নং মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামীদের কাছ থেকে ৪৬০ লিটার দেশীয় মদ, মাদক বিক্রিত ১,০৩০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২ টি ইজি বাইক এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

উদ্ধারকৃত দেশী মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।