রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ(২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮।
আটককৃত মোহাম্মদ শাহ মায়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বুধবার বিকালে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫পিস ইয়াবাসহ মাদক উক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করে সে।
আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা করা হয়েছে।