রাজবাড়ীতে ব্যবসায়ী হত্যা মামলায় আরও দুইজন গ্রেফতার

0
127
rajbari-Dro-24-p-19-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার কাজিপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জুন দুপুরে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন মজুমদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি কাদের কাজিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ও ১০ নম্বর আসামি মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

১৯ জুন সদর উপজেলার কাজিপাড়া খানখানাপুর এলাকায় ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শহিদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।