রাজবাড়ী প্রতিনিধি
মৃত মা’র ইচ্ছা পূরণে রাজবাড়ী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করলেন ছেলে মাহবুবুর রহমান পলাশ।
রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র দাখিলের পর রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ওই কাউন্সিল প্রার্থী।
তিনি আরো জনান, করোনায় আক্রান্ত হয়ে তার মা সম্প্রতি মারা যান। মায়ের স্বপ্ন ছিলো ছেলে যেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে মানুষের সেবা করে। মায়ের কথা ছিলো, একজন কাউন্সিলরের দায়িত্ব কি ? সেটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। তিনি নির্বাচিত হতে পারলে সেটাই করবেন। নিজের নির্বাচনী ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর প্রার্থীর বড় ভাই ব্যবসায়ী রুহুল পারভেজ বলেন, মায়ের খুব ইচ্ছা ছিলো পলাশকে পৌর কাউন্সিলর হিসেবে দেখার।
এসময় সাবেক কাউন্সিলর আরবান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম রেজা লিটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লাসহ পরিবারের সদস্য ও কর্মী সমর্থকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।