রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটি ঘোনা হয়নি।
বুধবারবিকালে চন্দনী বাজারে ইউনিয়ন ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন , জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন , সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয়, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহীনুর, সাধারণ সম্পাদক আব্দুর রফসহ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থপনা করেন, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান (রাকিব)।
সম্মেলনের ২য় পর্যায়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিনের নিকট প্রেরণের জন্য বলা হয়।