রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার দুপুরে দিকে তার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটিতে তাকে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা অবনতি হলে দুপুরে রাজবাড়ী স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানন্তর করা হয়।
সালমা চৌধুরীর ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বলেন , করোনা ভাইরাস ও বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে গেছে তার বোন। কাজ করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম জানান, মাননীয় সংসদ সদস্য রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্থানন্তর করা হয়েছে।