রোদ পোহানো

0
154

শৈত প্রবাহের পর সবে দু’দিন রোদের দেখা মিলছে। শীতের ঘোর কাটেনি। খাবারের সন্ধানে আসা গভীর নীল রঙের হাসগুলো ডোবার পাড়ে মরা গাছের গুড়ির উপর বসে রোদে গা এলিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের পাশ থেকে ছবিটি তোলা।