রোনালদো-বিপাশার সেই চুমু

0
104
রোনালদো-বিপাশার সেই চুমু

দ্রোহ বিনোদন ডেস্ক

রোনালদোর সঙ্গে বিপাশা বসুর চুম্বনের ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল সাইটে। তবে ছবিটি বেশ পুরাতন। বিপাশার সঙ্গে রোনালদোর সেই ছবি প্রকাশ্যে আসতেই নেট জনতা যেন নস্টালজিক হয়ে পড়েন।

৯০ এর দশকে বিপাশা যখন বি টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সেই সময় তাঁর সঙ্গে রোনালদোর সেই চুম্বন দৃশ্য যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে।

এদিকে জন আব্রাহামের সঙ্গে বেশ কয়ক বছর লিভ ইন করার সময় তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বাঙালি কন্যার। এরপর অ্যালোনের শ্যুটিংয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার রসায়ন দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা।

একই সময় থেকেই করণের সঙ্গে বিপাশার রসায়ন নিয়ে রিলের বাইরেও আলোচনা হতে শুরু করে। এরপর ঢাকঢোল পিটিয়ে অবশেষ করণ সিং গ্রোভারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

যদিও করণের সঙ্গে বিপাশার বিয়ে নিয়ে অনেকেই অনেকরকম মন্তব্য করতে শুরু করেন। বি টাউন জুড়ে তাঁদের বিয়ে নিয়ে যতই জল্পনা হোক না কেন, বিয়ের ৪ বছর পরও সুখেই করণের সঙ্গে সংসার করছেন তিনি।