র‌্যাবের হটলাইন প্রস্তুত সাহেদের বিরুদ্ধে অভিযোগ শুনতে

0
168
sahed-dro-17-7-p13
র‌্যাবের হাতে আটক প্রতারক সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ কর্তৃক আপনি প্রতারণা, নির্যাতনের শিকার হয়ে থাকলে র‌্যাবের হটলাইনে যোগাযোগ করে র‌্যাবে আইনি সহায়তা নিতে পারেন।

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য র‌্যাব একটি হটলাইন সেবা চালু করেছে। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে আলোচিত এই ‘প্রতারকের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

র‌্যাবের শুক্রবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, সাহেদ ফেরারি হওয়ার পরই তার বিরুদ্ধে চট্টগ্রামের এক ব্যবসায়ী ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ঢাকায় কাগজপত্রহীন সিএনজিচালিত অটোরিকশার রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে তিনি অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী।

এরপর বুধবার সকালে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকার উত্তরায় র‌্যাবের অফিসে নেওয়া হলে সেখানে গিয়ে হাজির হন আরও কয়েকজন। বিভিন্ন সময়ে সাহেদের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনিও।

তাদের মধ্যে অন্তত দুজনের সঙ্গে কথা হয়েছে। সিলেটের এক পাথর ব্যবসায়ী বলেছেন, তার কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর কিনে এনে কম টাকায় বিক্রি করে পুরো টাকাটা মেরে দিয়েছেন সাহেদ।

সিলেটেরই আরেকজনের অভিযোগ, কয়েক বছর আগে রিজেন্ট হাসপাতালে সিকিউরিটি ইনচার্জের চাকরি দিয়ে তার কাছ থেকে জামানতের এক লাখ টাকা নেন সাহেদ। পরে তিন মাসেও বেতন না দেওয়ায় চাকরি ছেড়ে তিনি জামানতের টাকা ফেরত চাইলে তাকে মারপিট করে মিথ্যা চুরির মামলায় পুলিশে দেওয়া হয়। দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

এমন অভিযোগ আরও আছে বলে র‌্যাব মনে করে তাই, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

এজন্য হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং rabhq.invest@gmail.com এই মেইলে যোগাযোগ করা যাবে।