লুটে ব্যর্থ হয়ে প্রতিবন্ধীকে হত্যা

0
181
DROHO-BA-10-P-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বগুড়ায় মালামাল লুটে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এক প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধি শিপন গ্রামের দিলবর হোসেনের ছেলে।

জানা গেছে, রাতে তিনজন দুর্বৃত্ত মৃত রশিদ ড্রাইভারের বাড়িতে ঢুকে মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ওই বাড়িতে উপস্থিত প্রতিবন্ধী শিপন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোনো মালামাল লুট করতে পারেনি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।