দ্রোহ অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারিতে পরিবর্তন এসেছে সবকিছুতে, পরিবর্তন হয়েছে মানুষের জীবনের ধারাবাহিকতায়। তবুও থেমে নেই কাজ কর্ম। করোনার এই ভয়ংকর পরিস্থিতে শাড়ি পরা একটি রোবট মানুষদের কাছে গিয়ে বিলোচ্ছে স্যানিটাইজার।
ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়–র একটি শোরুমে এবং এমনই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা গেছে, লাল-সবুজ রঙের শাড়ি পরা একটি রোবট গ্রাহকদের কাছে গিয়ে স্যানিটাইজার বিতরণ করছে।
ভারতীয় বন পরিসেবা কর্মকর্তা সুধা রামন ও ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা স্যানিটাইজার সরবরাহকারী রোবটের ফুটেজ শেয়ার করেন।
তারা টুইটারে ভিডিও বার্তায় লিখেন, ‘তামিলনাড়ুর একটি টেক্সটাইল শো-রুমে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।’
আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেছেন, ‘রোবট কেবল স্যানিটাইজার বিতরণ করেনি, পাশাপাশি শো-রুমের শাড়ি সংগ্রহের মডেল হিসেবেও কাজ করছিল।’