শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আর একদফায়

0
160
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির সংক্রমন রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে। তব কওয়ামি মাদ্রাসা বাদে।

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।

গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল, যা আবার বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। তবে ছুটি চলাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

গত ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গত ২৪ জানুয়ারি সংসদে শিক্ষামন্ত্রী জানান, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।