শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নে মানববন্ধন

0
160
rajbari-DRO-17-P-10
রাজবাড়িতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।

বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সিপিবি’র সদস্য ধীরন্দ্রে নাথ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াজ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ ।

বক্তারা বলেন, এই সরকারের কর্মকান্ডে কোন সমালোচনা করলেই কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেধাবী শিক্ষার্থী সাদিকুল ইসলামের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিলের দাবি জানাই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা