শিমুল ফুল ও শিশুরা

0
50

বসন্তের আগুন লাগা শিমুল ফুল যে কোন শিশুকেই আকৃষ্ট করে। ফুলের সন্ধ্যানে শিশুরা ছুটে যায় শিমুল গাছের তলায়। কোচ ভরে ফুল কুড়িয়ে নিয়ে খেলায় মাতে। চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী মাসুরা ও তার দুই খেলার সাথি মাইসা ও আমেনা গ্রামের পাকা রাস্তার পাশে শিমুল ফুল কুড়াতে এসেছে। শনিবার দুপুরে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর থেকে ছবিগুলো তোলা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

আও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা