শৈলকুপা শেখ কামাল’কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

0
117
আটককৃত যুবক সুজাত হোসেন মোল্লা

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপায় শেখ কামালের জন্মদিনে ফেইসবুকে তাকে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক সুজাত হোসেন মোল্লা (২০) উপজেলার বারইপাড়া গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে।

কটুক্তিমুলক ফেইসবুক পোষ্ট

পুলিশ জানায়, “ংধযৎরহ ংঁলধঃ” নামের একটি ফেইসবুক আইডিতে শেখ কামালকে কটুক্তি করে “স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত কামালের জন্ম দিনের শুভেচ্ছা দেশবাসীকে” শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট দেয়। ফেইসবুকের এ পোস্টটি দেখার পর শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বাদী হয়ে শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২, তাং ৬-৮-২০২০ইং। ধারা ২৯/৩১ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮।

বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযুক্ত সুজাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।