শৈলকুপায় করোনায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মৃত্যু

0
116

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী ৩ ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে। শ্বাষকষ্টে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে এই দম্পতির মেয়ে।

মঙ্গলবার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে করোনা আক্রান্ত স্ত্রী রাহেলা খাতুন (৫০) এর মৃত্যুর তিন ঘন্টা ব্যবসধানে স্বামী নুর ইসলাম (৬০) এর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় মুমুর্ষ অবস্থায় রাহেলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর তার স্বামী নুর ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা ইউনিটে বেলা ১১টা দিকে তারও মৃত্যু হয়।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ একে এম সুজায়েত হোসেন জানান, রাহেলা খাতুন ও তার স্বামী গত ১০ দিন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। সকালে রাহেলাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত ব্যক্তির নমুনা টেস্ট করলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শৈলকুপার বাগুটিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে স্বামী-স্ত্রীকে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য হাফেজ মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে লাশ দুইটি দাফন করা হয়। এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ৮৭ জনের লাশ দাফন করলো।