শৈলকুপায় ভেটেরিনারি ঔষধের দোকানে চুরি

0
141
Shailokupa-Dro-19-p-12-compressed
চুরি হওয়া দোকান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রোশাদ ফার্মেসী নামে এক ভেটেরিনারি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে পৌর এলাকার নগরপাড়ার কালিমন্দিরের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিকের নাম রুস্তম হোসেন। সে পৌর এলাকার হরিদেবপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।

রুস্তম বলেন, দুপুরে দোকান বন্ধ করে খাওয়া-দাওয়ার জন্য বাড়িতে যাই। দুপুর ২টার দিকে দোকান এসে চুরির ঘটনা দেখতে পাই। চোর দোকানের পেছন দিয়ে ব্যারার টিন ও ভিতরের সিলিং ভেঙে দোকান ঘরে ঢুকে চুরি করেছে। চোর নগদ ৮০ হাজার টাকা, একটি স্মার্টফোন, রিচার্জ কার্ড ও রুপালী ব্যাংকের চেক চুরি করেছে। চুরির ঘটনায় ভুক্তভোগী রুস্তম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে নিশ্চিত করেন।

Shailokupa-Dro-19-p-13-compressed
সিলিং কেটে চোর ঘরে প্রবেশ করেছিলো

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। চোরকে ধরতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত