ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়সহ নতুন করে আরও ৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলায় এখন পর্যন্তÍ মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।
রবিবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন ।
দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক
তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১২টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ জনের শনাক্তের ফলাফল এসেছে। বাকী ৭ জনের নমুনা নেগেটিভ হয়েছে।
শনাক্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওর্য়াডবয় সিরাজুল ইসলাম (৩৫), উপজেলার দুধসর গ্রামের কৃষক আফজাল হোসেন (৫৬), পৌর এলাকার শিক্ষকপাড়ার রবিউল ইসলাম। এছাড়াও পাইকপাড়া গ্রামের ফরিদ উদ্দীণ (৪৫) ও তুহিন বেগম (৪২) সহ মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরোগীরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট শনাক্ত ৬১, সুস্থতার সংখ্যা ১৬, মৃত্যুর সংখ্যা ৩ জন।