সন্তান জন্মের পর ক্যামেরায় আসতে পারেন আনুশকা

0
164
ANA-Dro-11-p-6

দ্রোহ বিনোদন ডেস্ক

নতুন সিনেমার খবরে নেই আনুশকার শর্মা। তবে খবরের বাইরে নেই তিনি। কিছুদিন আগেই জানা গেলো তার কোলে আসছে নতুন অতিথি। তাই করোনা মহামারি শেষ করে শুটিংয়ে ফেরার কথা থাকলেও সেটি পিছিয়েছে। সন্তান জন্মের পর ক্যামেরার সামনে আসতে চলেছেন আনুশকা।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যেতে পারে আনুশকাকে। ২০১৮ সালে ‘জিরো’ ছিল আনুশকা অভিনীত শেষ ছবি। তার পরে কনটেন্ট প্রোডিউস করাতেই পুরোপুরি মন দিয়েছিলেন আনুশকা। লকডাউনে অ্যামাজন প্রাইমের জন্য ‘পাতাললোক’ প্রযোজনা করেন আনুশকা। মুক্তির পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল তিনি। তাই এখন অভিনয়ের চেয়ে প্রযোজনা নিয়েই বেশি চিন্তিত আনুশকা।

তিনি বলেন, ‘অভিনয় সবসময় আমার কাছে সর্বোচ্চ ভালোলাগার জায়গা। কিন্তু সেখানে নির্মাণের ক্ষেত্রে আমার স্বাধীনতা থাকে না। আমি চাই এমনকিছু কাজ হোক যেগুলো দর্শকদের মাঝে আলাদা প্রতিক্রিয়া তৈরি করবে। তাই সারাবছর সিনেমা না করলেও প্রযোজনায় আমি নিয়মিত আছি। বলা যায়, অভিনয়ের চেয়ে প্রযোজনায় আমাকে বেশি পাওয়া যাবে।’ এই বছর সন্তান জন্মের জন্য যদিও অভিনয়ে ফিরতে পারবেন না আনুশকা। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রামায়ণের কাহিনি-নির্ভর সিনেমা ‘আদিপুরুষ’-এর সীতা চরিত্রে দেখা আনুশকাকে। তার বিপরীতে থাকবেন দক্ষিণের তারকা প্রভাস।

‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সাইফ আলি খানকে। আরো রয়েছে অর্জুন কাপুরও। ‘তানাজিঃ দি আনসাং ওয়ারিয়র’-এর সাফল্যের পরে এই মেগা প্রজেক্টের জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।