সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যু

0
157
Badul-pic 22 -P-7
ফুটবলার বাদল রায়

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।

রবিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন বাদল।

প্রয়াত ফুটবলারের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল গাফফার জানান, গত ১৬ নভেম্বর তার লিভার ক্যান্সার হওয়ার কথা জানিয়েছিলেন। তিনিই প্রিয় সতীর্থের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাদল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। এছাড়া তিনি জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ সাল পর্যন্ত খেলেছেন।

বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।