সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন

0
122
Md-nasim-6-p-18
মোহম্মদ নাসিম। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য। এ ছাড়া ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী।

শনিবার বিকাল সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম মিন্টু জানান, মেডিকেল বোর্ড মিটিং করে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো জানান, সাবেক এ স্বাস্থ্য মন্ত্রীর চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

সোমবার থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার উন্নতি হওয়। শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক ডাঃ রাজিউল হককে ফোন করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। সূত্র-বাসস।